Create complete free professional blog website, Part 11


আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভাল আছেন ভাল থাকবেন না কেন BDTechall.Com blog সাইট এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন কারণ আমরা যে Post গুলো আপনাদের সামনে হাজির করি সকল post আপনাদের অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমরা blogger Site তৈরি করার নিয়ম এক এক করে শিখাব BDTechAll Site এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন  আপনারা সবাই বুঝতে পারছেন তার জন্য অনেক অনেক Thanks ।
এই পর্বে যা থাকছে
ইচ্ছে মত  Main Menu তে ক্যাটাগরি তৈরি করা
Main Menu তে সাব ক্যাটাগরি তৈরি করা
Main Menu তে কিভাবে ক্যাটেগরির সাথে link add করবেন
আগের পোস্টগুলো যারা দেখেন নাই দেখে নিন
একাদশ পোস্ট এর বিস্তারিত
প্রতিদিনের মতো আজকের পর্বে আমি বলব আপনারা আপনারা আপনাদের blog সাইটে চলে যান এতদিনে নিশ্চয়ই শিখে গেছেন সবকিছু এখন নতুন করে বলার কিছু নেই আজকে আমি দেখাব কিভাবে Main Menu থে আলাদা আলাদা ক্যাটাগরি এড করবেন তা-ও এই ক্যাটাগরির সবার উপরে থাকবে ঠিক এরকম নিচে স্ক্রিনশট দেখুন



তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলি প্রথমে আপনি আপনার blog site এর Layout অপশনে যান এবার নিশ্চয়ই দেখতে পারছেন Main Menu এই অপশনটাতে click করুন
 মেইন মেনুতে যাওয়ার পর নিশ্চয়ই অনেকগুলা file এখানে রয়েছে যদি থেকে থাকে তাহলে সব গুলা Deleted করে দিন আমরা নতুন করে আবার file তৈরি করব  মানে ক্যাটাগরি তৈরি করব কিভাবে করব সেটাই দেখে নিন।

তারপর আপনার website open করুন দেখুন একদম নিচে রয়েছে Tags নামে অপশন  এখানে আমি দুটি ক্যাটাগরি তৈরি করেছি আপনার অন্য ক্যাটাগরি থাকতে পারে যাই থাকুক প্রথমেই আমি online income নামে যে ক্যাটাগরি তৈরি করেছি এটিতে Click দিয়ে ধরে থাকুন
Click দিয়ে ধরে থাকার পর নিশ্চয়ই এরকম একটি অপশন এসেছে এখন copy link address এ ক্লিক করে লিংক কপি করে নিন
তারপর Main menu তে চলে যান এবার New site Name বক্সে আপনি যে ক্যাটাগরি তৈরি করেছেন সেই ক্যাটাগরি এর নাম দিন

New Site URL নামেএর ফাকা বক্সে আমরা যে লিংক কপি করেছিলাম সেই লিঙ্ক এখানে বসিয়ে দিন এই লিঙ্ক পুরোপুরি বসালে হবে না কিছু অংশ কাটতে হবে 

যেমন:: https://tips4200.blogspot.com/search/label/Online%20income?&max-results=10

 এই অংশ থেকে যে অংশ:: https://tips4200.blogspot.com/search/label/Online%20income

ইনকাম পর্যন্ত রাখবেন অবশ্য আপনার অন্য নাম হতে পারে

যতটুকু দেখেছি ততটুকুই রাখবেন এর বেশি ও কম রাখার চেষ্টা করবেন না এতে লিংক কাজ করবেন না

তারপর দেখুন Add Link বাটনে ক্লিক করুন 
আমাদের একটি main menu অপশন add হলো আমরা চাইলে এখানে অনেকগুলো add করতে পারি তবে অনেকগুলি অপশন এড করা মোটেও ভালো নয় এতে সাইটের সৌন্দর্য নষ্ট হয়ে যায় শুধুমাত্র প্রয়োজনীয় কিছু অপশন add করবো যেগুলা ভিজিটর বেশি খুঁজে সেই পোস্ট যে ক্যাটাগরিতে থাকবে সেগুলোই

আমি আরেকটি main menu CATEGORIES add করবো তার জন্য আবার সাইটে যান

যেহেতু এটি New site তাই আমি তেমন CATEGORIES/Tags  আমি তেমন তৈরি করি নাই আপনার সাইটে অবশ্যই ভালো ভালো CATEGORIES থাকবে যে CATEGORIES সবার উপরে রাখতে চান অর্থাৎ main menu তে রাখতে চান সেই Tage CATEGORIES এর উপর Click দিয়ে ধরে রাখুন
Android Tips রয়েছে tags CATEGORIES Click দিয়ে ধরে রাখার পর নিশ্চয়় এরকম একটি অপশন এসেছে ক্লিক করুন Copy link address এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে link  copy হয়ে যাবে

এখন আবার চলে যান main menu তে চলে যাবার পর আগের বার যে ভাবে Add করেছিলেন নতুন main menu ক্যাটাগরি same to same করুন।
তাহলে আমরা শিখে গেলাম কিভাবে mane menu তে ক্যাটাগরি তৈরি করব কিভাবে আর কোনো সমস্যাই রইল না তবে চার পাঁচটার ওপরে ক্যাটেগরি এড করবেন না।

তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা দেখেছি অনেক সাইটে একটি ক্যাটাগরির মধ্যে Click করার পর আরো অনেকগুলো ক্যাটাগরি চলে আসে সেটি কীভাবে আসলে সেটি হল সাব ক্যাটাগরি আমরা সেটি কিভাবে করব

ধরুন আপনি অ্যান্ড্রয়েড নামে একটি ক্যাটাগরি তৈরি করলেন
এই অ্যান্ড্রয়েডের নিচে আরো সাপ কেটে করে দিতে চান তা কিভাবে দেবেন তার জন্য একটি চিহ্ন করতে হবে_ এটি add করলে সাব-ক্যাটাগরি হবে আরে সাব-ক্যাটাগরি হবে যে ক্যাটাগরির নিয়েছি এই ক্যাটাগরি থাকবেন সেই ক্যাটাগরি ক্যাটাগরি এটি হবে।
তাহলে বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন তবে যদি না বুঝে থাকেন কোন একটি অংশ অবশ্যই Command করে জানাবেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব।

সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন সুন্দর সুন্দর কপি মুক্ত পোস্ট করে এডসেন্স্ পাওয়ার জন্য সাইট  কে এগিয়ে নিয়ে যান।

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. আশা করি কোন গুরুত্বপূর্ণ কমেন্ট করেছিলেন পাশে থাকবেন সর্বদা

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. আপনি সকল category1 রাখবেন কেন...
      যেমন ধরুন আপনি একটি ক্যাটাগরি তৈরি করলেন apps review তারপর আপনি আরেকটা অন্য নামে ক্যাটাগরি তৈরি করবেন যেমন দিতে পারেন go offer এরকম আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করবেন....

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.