Create complete free professional blog website, Part 6

সসালামু আলাইকুম। কেমন আছেন সবাই..? আশা করি সবাই ভালো আছেন।।
BDtechall.Com এর সাথে থাকলে সবাই ভালো থাকে এটা আমরা সবাই জানি তারপরেও আমি একটু করে আপনাদের বলছি আপনি আমাদের সাইট থেকে যা শিখবেন এই পোস্ট গুলা আপনার শতভাগ কাজে লাগবে কারণ আমি কোন অপ্রয়োজনীয় পোস্ট করি না যে পোস্টগুলো আপনারা পড়ে উপকৃত হতে পারেন সেগুলোই আমি পোস্ট করি আর যেহেতু আমি ধারাবাহিক পোস্ট করে যাচ্ছি ব্লগ সাইট তৈরি করার নিয়ম নিয়ে তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন আজকের কাজ করি।
আগের পর্বগুলি তেযার শিখেছিলাম:-

 ব্লগ সাইট তৈরি করার নিয়ম
 ব্লগ সাইট এর থিম আপলোড
 ব্লগ সাইট এর প্রফেশনাল টিমস এর কালার পরিবর্তন
 ব্লগ সাইট এর লোগো পরিবর্তন
 নিউ পেজ তৈরি
 নিউ পোস্ট করার নিয়ম
 পোষ্টকে ডিজাইন করার নিয়ম
 মেনু এর কাজ
 মেনু এর মধ্যে এবাউট পায়টম অ্যাড করার নিয়ম

যারা আগের পর্ব গুলো দেখেন নাই অবশ্যই দেখে নিতে হবে কারণ প্রথম পর্ব থেকে শুরু না করলে কিছুই বুঝিতে পারিবেন না

আগের পর্ব গুলো দেখে নিন :-


এই এই পর্বে আমরা যা শিখবো তার নিচে বিবরণ তুলে ধরা হলো

এই পর্বে যা শিখবো :-

 ফেইসবুক পেজ এড
 পপুলার পস্ট অ্যাড
 রিসেন্ট পস্ট অ্যাড
আজকের কাজ শুরু করা যাক :-

আমরা গত পর্বগুলোতে যার শিখেছিলাম এতে আপনারা অনেক উপকৃত হয়েছেন নিশ্চয় আজকে আমি কাজ করি বোঝা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা আসল কাজে চলে যাই প্রথমে আপনি আপনার bloggers.com সাইটে চলে যান তারপর লেআউট বাটনে ক্লিক করুন তারপর দেখুন নিচে ফেইসবুক নামে একটি অপশন রয়েছে ক্লিক করুন
 তারপর এখানে দেখুন আমি মার্ক করে দিয়েছি আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে আপনি আপনার পেইজ লিংক এখানে বসিয়ে দেন তারপর সেভ করুন
ফেইসবুক পেইজ এর কাজ শেষ এখন নিচে দেখুন পপুলার নামে একটি অপশন রয়েছে ক্লিক করুন
পপুলার অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে আপনি আমার স্ক্রিনশট ফলো করুন তাহলেই হয়ে যাবে
এখন দেখুন পপুলার এর নিচের যে অপশন রয়েছে রিসেন্ট এই অপশনটিতে ক্লিক করুন
এখন দেখুন এখানে যা আছে তাই রেখে সেভ করে দেন তবে আপনি যদি চান রিসেন্ট চারটা পাচটা দশটা দেবেন তাহলে অবশ্যই 3 অপশন কে ইচ্ছামত সংখ্যা বসাতে পারেন তারপর সেভ করা দিন
বন্ধুরা আজকের মতো এতোটুকুই এরপর আমি দেখাবো এর নিচের অপশন গুলো কিভাবে আপনারা কাজ করবেন মনে রাখবেন আমি অল্প অল্প করে পোষ্ট করি যাতে আপনারা বুঝতে পারেন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ
সমস্ত কাজ করার পর যেরকম আমাদের সাইট হবে :-

No comments

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.