Create complete Free professional blog website ( Part 1)


Create complete Free professional blog website ( Part 1)
বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন আজ থেকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন প্রফেশনাল ভাবে।


আপনি হয়তো খুঁজছিলেন এরকম একটি পোস্ট কিভাবে আপনি ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় আজ থেকে আমি ধারাবাহিকভাবে একের পর এক পোস্ট করে যাব সর্বশেষ পোস্ট পর্যন্ত যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই আপনি একটি ভালো মানের ওয়েব সাইট বানাতে ও শিখতে পারবেন।


এই পোস্ট থেকে আপনি যা শিখবেন



  • ওয়েবসাইট ডিজাইন
  • ওয়েবসাইট ডোমেইন কেনার উপায়
  • ওয়েবসাইট ডোমেইন সেটআপ দেওয়ার উপায়
  • কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ডোনেট করবেন
  • প্রফেশনাল ওয়েব ডিজাইন
  • নিজের মতন ওয়েব ডিজাইন
  • গুগল এডসেন্স থেকে ইনকাম
  • গুগল এডসেন্স এড করার উপায়
  • এমনকি কিভাবে আপনার ওয়েবসাইটটিকে ইস্যু করবেন তাও শেখাবো
উপরের সকল বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো।


আজকে প্রথম পর্ব

প্রথমে এই themes ডাউনলোড করে নিন







ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন ডাউনলোড করা হয়ে গেলে আপনার মোবাইল মেনুতে চলে যান খুঁজে বের করুন কোথায় ডাউনলোড হয়েছে তারপর।

আপনার মোবাইলে যদি ফাইলকে Unzip করা যায় তাহলে এরকম করে UNZIP করে দেন যদি এরকম সিস্টেম না দেওয়া থাকে তাহলে সফটওয়্যার দিয়ে UNZIP করে দেন।
Create complete Free professional blog website ( Part 1)
আপনারা হয়তো ভাবছেন এ টি ডাউনলোড করে UNZIP করে কি হলো আমাদের কাজ এটাই এই themes এর উপর নির্ভর করে আমরা একটি professional website তৈরি করব আপনি হয়তো ভাবছেন এই website দেখতে কেরকম হবে নিচের ইমেজ দেখুন ঠিক এরকম তৈরি করব আমরা একটি ওয়েবসাইট।
আমরা এই প্রফেশনাল সাইট তৈরি করব

মূল কাজে চলুন

প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার অথবা puffin ব্রাউজার open করুন ভালো হয় যদি আপনার কম্পিউটার তাকে তবে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন ও ডিজাইনিং কাজ করতে পারেন কারণ আপনি যদি এর আগে এরকম পোস্ট পেয়েও তাকে কিন্তু কেউ মোবাইল দিয়ে professional website create নিয়ম কেউ শিখায় নাই।

ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে গিয়ে লিখুন ।

Blogger.Com যেকোনো একটি জিমেইল দিয়ে কানেক্ট করে নিন তারপর আপনাকে একটা  blog create করতে হবে তার জন্য যে কাজ করতে হবে
Created new blog খুঁজে বের করুন।

তারপর আপনাকে একটি ব্লগ  নিতে হবে আপনার ইচ্ছামত যে কোন নাম দিয়ে ব্লগ তৈরি করুন আমি একটা নাম দিয়ে ব্লগ তৈরি করছি।
ব্লগ তৈরি করা হয়ে গেলে আসল কাজ করতে হবে ব্লক ডিজাইন করার জন্য আমরা যে themes ডাউনলোড করেছিলাম তারপর এটাকে UNZIP করেছিলাম সেটি এখন প্রয়োজন হবে।

এখন themes upload করতে হবে
Breakup/restart লেখার মধ্যে ক্লিক করুন তারপর নতুন একটি পেজ ওপেন হবে ঠিক নিচের ইমেজের মতন
এখান থেকে একটি ফাইল আপলোড করতে হবে এখানে ক্লিক করে আপনার file manager এ নিয়ে যাবে তারপর
মার্ক করা পিকচারটি ফলো করুন Needmag free version.xml এটি আপলোড করুন
আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ফাইলটি আপলোড হয়ে যাবে এখন আপনার একটি সুন্দর ওয়েব সাইট এর প্রজেক্ট তৈরি হয়ে গেল।

এখন আপনার ওয়েবসাইটে ধারাবাহিক ভাবে সাজাতে হবে তার জন্য আমাদের প্রতিটি পোস্ট আপনি পড়তে হবে এবং প্রতিদিন পোস্টটি পড়ার পর আপনি যে বিষয়ে প্রবলেমে পড়বেন সেটি কমেন্ট করে আপনি যে আমরা আপনার কমেন্ট অনুযায়ী সমাধান করার চেষ্টা করব।

এই পোস্ট যদি আপনার কাছে ভাল লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী পোস্ট পাওয়ার জন্য অপেক্ষা করুন

1 comment:

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.