Create complete free professional blog website, Part 10

নিউজ পেপার এর মতো ব্লগ সাইট তৈরি করুন
আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভাল আছেন ভাল থাকবেন না কেন BDTechall.Com blog সাইট এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন কারণ আমরা যে Post গুলো আপনাদের সামনে হাজির করি সকল post আপনাদের অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমরা blogger সাইট তৈরি করার নিয়ম এক এক করে শিখাব BDTechAll Site এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন কারণ আমরা যে Post গুলো আপনাদের সামনে হাজির করি সকল Post আপনাদের অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসায় আমরা blogger সাইট Created করার নিয়ম এক এক করে শেখানোর চেষ্টা করছি আপনারা সবাই বুঝতে পারছেন তার জন্য অনেক অনেক Thanks ।


এই পর্বে যা থাকছে
ইচ্ছে মত ফাইল ডিলিট করার সিস্টেম
ফেভারেট পোস্টেড করার নিয়ম
ও প্রয়োজনীয় লেভেল ডিলিট
আগের পোস্টগুলো যারা দেখেন নাই দেখে নিন
দশম পোস্ট এর বিস্তারিত
প্রতিদিনের মতো আজকের পর্বে আমি বলব আপনারা আপনারা আপনাদের ব্লগ সাইটে চলে যান এতদিনে নিশ্চয়ই শিখে গেছেন সবকিছু এখন নতুন করে বলার কিছু নেই আজকে আমি দেখাব আরও কিছু ফাইল ডিলেট করার সিস্টেম ও এড করার নিয়ম প্রথমে আপনি আপনার ব্লগ সাইটে লে-আউট অপশনের চলে যান তারপর Report Abuse অপশন দেখতে পারছেন ক্লিক করুন  


নিউজ পেপার এর মতো ব্লগ সাইট তৈরি করুন
এখন আমরা এটিকে remove  করে দেব remove  করার সাথে সাথে অটোমেটিকালি বেরিয়ে আসবে
নিউজ পেপার এর মতো ব্লগ সাইট তৈরি করুন
তারপর দেখুন এখানে pages  নামে অপশন রয়েছে তার ডান পাশে রয়েছে edit click করুন
নিউজ পেপার এর মতো ব্লগ সাইট তৈরি করুন
Pages অপশনে ক্লিক করার পর দেখুন এরকম একটি অপশন চলে এসেছে আমাদের এই অপশন রাখার প্রয়োজন নেই remove  করে দিন
তারপর আর একটি অপশন রয়েছে নিশ্চয়ই দেখতে পারছেন About  Me এই অপশন আমাদের প্রয়োজন নেই তাই এটি ও সেম এভাবে কেটে দিন অর্থাৎ remove করে দেন

এখন দেখুন Featured post নামে একটি অপশন রয়েছে ক্লিক করুন
এই অপশনে ক্লিক করার পর দেখুন চলে এসেছি আপনার সামনে মার্ক করার জন্য কিছু অপশন সবগুলোতে মার্ক করে দিন তারপর সেভ করুন
এখন আমরা হয় তো ভাবছি এতগুলা পোস্ট অর্থাৎ level deleted করলাম এখন নতুন level কিভাবে Add করবো সমস্যা নেই আমি তো আছি আপনাদের এই চিন্তা দূর করার জন্য click করুন Add a Gadget 
তারপর নিশ্চয়ই অনেক গুলো অপশন চলে এসেছি আপনাদের সামনে আপনি ক্লিক করুন HTML/Javascript 
নিউজ পেপার এর মতো ব্লগ সাইট তৈরি করুন
এখন আপনি যে কোড লিখবেন এখানে অবশ্যই মনে রাখবেন এখানে যে লেভেল এর নাম দেবেন অবশ্যই সে ক্যাটাগরি আপনার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে না হলে কোন পোস্ট শো করবে না

তাছাড়া এখানে যদি কোন Html অন্য site থেকে code এনে এখানে বসিয়ে অন্য কিছু দেখাতে চান সেটাও পারবেন
তাহলে বন্ধুরা আজকের মত এতো টুকু এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সাইটে Adsense এড করবেন অবশ্য Adsense add করতে হলে আপনার কম হলেও 20 থেকে 30 টি পোস্ট লাগবে এবং সাইট visit লাগবে কম হলেও 20 থেকে 30 হাজার না হলে adsense পাবে না তাই এখন থেকে পোস্ট করা শুরু করে দিন আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কিভাবে আপনি আপনার সাইটে adsense এড করবেন

বন্ধুরা যারা বিভিন্ন সিমের অফার জানার ইচ্ছা তাদের জন্য নতুন একটি ওয়েবসাইট তৈরি করা হলো আপনার এই সাইটে ঘুরে আসতে পারেন
সকল সিমের অফার জানতে ক্লিক করুন

5 comments:

  1. ভাই আপনার 10 ও পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার দেখানো ফর্মুলা একটি ব্লগ সাইট তৈরী করেছি এর পরের পোস্ট কবে দেবেন অপেক্ষায় আছি

    ReplyDelete
    Replies
    1. সকল পোস্ট দেখার জন্য ধন্যবাদ

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.