জিয়াউর রহমান কে নিয়ে কবিতা (তুমি ছিলে তুমি আছ)
জিয়াউর রহমান কে নিয়ে কবিতা (তুমি ছিলে তুমি আছ)
ফেরদৌসী খানম রীনা
তুমি ছিলে তুমি আছ হে জিয়াউর রহমান
প্রতিটি বাঙালির মনে,
আজও তোমার স্মরণে
কাঁদে বাঙালি প্রতি ক্ষণে ক্ষণে।
এ বাংলায় মিশে আছ তুমি
প্রতিটি বৃক্ষ, লতা-পাতায়,
আকাশে, বাতাসে আর মাটিতে
রবে আজীবন বাঙালির চেতনায়।
বাংলার আকাশে তুমি
উজ্জ্বল নক্ষত্র,
তোমার ভালোবাসা ছিলো
বাঙালির তরে খাঁটি ও পবিত্র।
তোমার অবদান বাংলার তরে
রবে অম্লান-অমলিন,
বাঙালি রাখবে স্মরণ
তোমায় চিরদিন।
তুমি জাগালে প্রেরণা
মাতৃভূমির জন্য,
তাইতো বাঙালি দেশের তরে
জীবন দিয়ে হলো ধন্য।
কি নির্মম, নিষ্ঠুর ঘাতকবাহিনী!!
নিল প্রাণ নিষ্ঠুর হাতে,
বাংলার আশার প্রদীপ
নিভিয়ে দিল ৩০ মে।
সেই সাথে নিভে গেল
বাঙালির হাজার স্বপ্ন,
উজ্জ্বল ভবিষ্যতের সুখের দিন
আর হারালো এক রত্ন।..
ফেরদৌসী খানম রীনা
![]() |
জিয়াউর রহমান |
তুমি ছিলে তুমি আছ হে জিয়াউর রহমান
প্রতিটি বাঙালির মনে,
আজও তোমার স্মরণে
কাঁদে বাঙালি প্রতি ক্ষণে ক্ষণে।
এ বাংলায় মিশে আছ তুমি
প্রতিটি বৃক্ষ, লতা-পাতায়,
আকাশে, বাতাসে আর মাটিতে
রবে আজীবন বাঙালির চেতনায়।
বাংলার আকাশে তুমি
উজ্জ্বল নক্ষত্র,
তোমার ভালোবাসা ছিলো
বাঙালির তরে খাঁটি ও পবিত্র।
তোমার অবদান বাংলার তরে
রবে অম্লান-অমলিন,
বাঙালি রাখবে স্মরণ
তোমায় চিরদিন।
তুমি জাগালে প্রেরণা
মাতৃভূমির জন্য,
তাইতো বাঙালি দেশের তরে
জীবন দিয়ে হলো ধন্য।
কি নির্মম, নিষ্ঠুর ঘাতকবাহিনী!!
নিল প্রাণ নিষ্ঠুর হাতে,
বাংলার আশার প্রদীপ
নিভিয়ে দিল ৩০ মে।
সেই সাথে নিভে গেল
বাঙালির হাজার স্বপ্ন,
উজ্জ্বল ভবিষ্যতের সুখের দিন
আর হারালো এক রত্ন।..
ভালোবাসার আর এক নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
ReplyDelete1410CB0790
ReplyDeletesms onay
Başkasına Takipçi Gönderme
Aşk Acısı Nasıl Geçer
Yurtdışı Numara Alma
Güvenilir Takipçi