Nagad অ্যাকাউন্ট তৈরি করেন নিজের মোবাইল থেকে( সাথে বিস্তারিত আলোচনা)


Assalamu Alaikum কেমন আছেন সবাই মহান Allah রাব্বুল আলামিনের অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক Happy আছি।

আপনারা আমার এই Website কে ভালোবেসে অনেক এগিয়ে নিয়েছেন আরও এগিয়ে নিয়ে যাবেন আমরাও  আপনাদেরকে ভালো কিছু দেওয়া চেষ্টা সর্বদা করি।

আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যার নাম Nagad mobile banking account।

আপনারা নিশ্চয়ই এই Service নাম শুনেছেন যা Bkash এর মতন সকল সিস্টেম system ডাকবাংলা এর সার্ভিস।

তবে Bkash এর মতন system হলে ও Bkash এর চাইতে ভালো সুবিধা পাওয়া যাচ্ছে এই Nagad mobile banking Service ....

Nagad এর সার্ভিস Service নিয়ে কিছু আলোচনা করবো বিস্তারিত details post অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন
নগদ এর সুবিধা
  1.  টাকা লেনদেন করতে পারবেন মোবাইল এর মাধ্যমে।
  2.  সেন্ড মানি করতে পারবেন ফ্রিতে।
  3.  ক্যাশ আউট করতে পারবেন খুব সহজে মোবাইল অ্যাপ এর মাধ্যমে 1% USSD কোড এর মাধ্যমে 1.2% সার্ভিস চার্জ
  4.  মোবাইল রিচার্জ সম্পূর্ণ ফ্রি
  5.  প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা ক্যাশ আউট করতে
  6.  সেন্ড মানি 5 লক্ষ টাকা প্রতি মাসে করতে পারবেন


সার্ভিস চার্জ এর পরিমাণ
সেবার নাম   চার্জ(App) চার্জ(USSD)
ক্যাশ ইন ফ্রি ফ্রি
সেন্ড মানি ফ্রি, ৳ 5
মুবাইল রিচার্জ    ফ্রি ফ্রি
ক্যাশ আউট   1.1%  1.5%

দৈনিক লেনদেনের পরিমাণ
সেবার নাম  সংখ্যা  পরিমাণ 
ক্যাশ ইন 0/200 80,000
সেন্ড মানি 0/50 25,000
মুবাইল রিচার্জ    0/50 1,00,000
ক্যাশ আউট  0/05 25,000

মাসিক লেনদেনের পরিমাণ
সেবার নাম  সংখ্যা  পরিমাণ 
ক্যাশ ইন 0/600 3,00,000
সেন্ড মানি 0/100 2,00,000
মুবাইল রিচার্জ    0/1500 1,00,000
ক্যাশ আউট  0/20 1,50,000

কাস্টমার কেয়ার নাম্বার

📞16167

এতক্ষণ আমরা আলোচনা করলাম Nagad Service সম্পর্কে এখন আমরা কিভাবে এই Nagad Service নেব এবং কিভাবে Registration করব

তার জন্য কি আমাদের বাজারে তাদের Agent কাছে যেতে হবে নাকি আমরা নিজেরাই তৈরি করতে পারব

এই Questions আপনার মনে অবশ্যই জেগেছে। problem নেই আপনার বাজারে যেতে হবে না

আপনার mobile phone  এর মাধ্যমে আপনি Nagad Account  তৈরি করতে পারবেন প্রথমে নিচের Download link থেকে Download  করে নিন playstor থেকে
নগদ একাউন্ট খুলতে যা লাগবে
আপনি Mobile  দ্বারা একটি Nagad Account  তৈরি করতে চাইলে আপনার কাছে যা প্রয়োজন হবে....

1. National ID card।।
2. একটি Active SIM card।।
3. আপনি যার National ID card দিয়ে Nagad Account খুলবেন তার একটি salfy নিতে হবে।।
নগদ একাউন্ট কিভাবে খুলবেন
প্রথমে Play story  থেকে Download  করে apps Open  করুন এবার নিচের দিকে একটু লক্ষ্য করুন দেখুন রয়েছে Registration ক্লিক করুন
এখন যে Number  দিয়ে Nagad Account  খুলতে চান সেই Number  দিয়ে (পরবর্তী ধাপ) রয়েছে  Click করুন
আপনি যে Number  দিয়ে Account  খুলেছেন সেই নাম্বারটা কি গ্রামীন, বাংলালিংক, এয়ারটেল, রবি, যে Number  হোক সেটা এখানে সিলেক্ট করে দিন তারপর (পরবর্তী ধাপ) রয়েছে Click করুন
এবার আপনাকে National ID card আপলোড করতে হবে যদি আপনার National ID card নতুন হয়ে থাকেন তাহলে নতুন

না হলে পুরাতন দিয়ে দিন
এখন ক্লিক করুন (পরবর্তী)
এখন আপনাকে National ID card আপলোড করতে হবে অর্থাৎ আপনি আপনার National ID card এর পিকচার তুলতে হবে ক্যামেরার মাধ্যমে

তার জন্য দেখুন ক্যামেরা ICone রয়েছে প্রথম ক্যামেরা আইকন icone এ আপনি আপনার National ID card এ প্রথম পেজ তুলে ক্রুপ করে আপলোড করে দিন

এবং দ্বিতীয় ক্যামেরা আইকনের ব্যাক পাট দিয়ে দিন

সবকিছু ঠিকঠাক করে আপলোড করে (পরবর্তী) ধাপ ক্লিক করুন
এখন দেখুন আপনার সমস্ত তথ্য ওরা নিয়ে নিয়েছে আপনাকে কষ্ট করে আর কিছু লিখতে হবে না

এখন (পরবর্তী) ধাপ ক্লিক করুন
তারপর আপনার ব্যক্তিগত তথ্য অর্থাৎ আপনি যদি পুরুষ অথবা মহিলা হন তাহলে দিয়ে দিন যাই হোন না কেন আপনার আইডি কার্ড এর তথ্য অনুযায়ী...

একদম নিচে রয়েছে দেখুন মুনাফা গ্রহীতা একাউন্ট আপনি (না) দিয়ে দিন

এবার ক্লিক করুন (পরবর্তী)
এবার আপনি যান National ID card আপলোড করেছেন অর্থাৎ যার National ID card দিয়ে একাউন্ট খুলতে চান

তার একটি সেলফি ছবি তুলতে হবে তার জন্য ক্যামেরা আইকন এ ক্লিক করে একটি সেলফি আপলোড করে দিন

তারপর (পরবর্তী) ধাপ ক্লিক করুন
যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপলোড করুন না হলে স্কিপ করে চলে যান
এবার আপনি স্বাক্ষর দিয়ে দিন দেখতে পারছেন  যেখানে আমি লিখেছি হুসাইন এই জায়গাতে আপনি আপনার সিগনেচার দিয়ে দিন

তারপর (পরবর্তী) ধাপ ক্লিক করুন
এবার আপনার যত ডকুমেন্ট আপলোড করেছেন তাই একসাথে দেখাবে

সবকিছু ঠিকঠাক থাকলে (পরবর্তী) ধাপ ক্লিক করুন
 এখানে আসার পর দেখুন আপনি যার নামে অ্যাকাউন্ট করেছেন দেখিয়ে দিচ্ছে আপনাকে

 কিছুই করতে হবে না ক্লিক করুন (পরবর্তী) তাব
আপনি যে নাম্বার দিয়েছেন নগদ একাউন্ট খোলার জন্য  সেই নাম্বারে দেখুন একটি কোড চলে গিয়েছে  সেই কোড কপি করে এনে সেখানে বসিয়ে দিন

 তারপর ক্লিক করুন (যাচাই করুন)
এবার আপনাকে সেই মোবাইল  ফোন হাত নিতে হবে যে নাম্বার দিয়েছিলেেন প্রথমে আবার ডায়াল করুন *167# 

এখন দেখুন নতুন পিন কোড দেওয়ার জন্য অপশন এসেছে নতুন পিন কোড দিয়ে দিন ইচ্ছে মত চার পাঁচ ছয় ডিজিটের

আবার কনফার্ম পিন কোড দিন ওকে করে দিন আপনার একাউন্ট কমপ্লিট

এবার বিকাশ অ্যাপ এর মধ্যে যেভাবে ভিজিট করুন ঠিক সেভাবেই ভিজিট করতে পারবেন
তবে যারা এই বিষয়টি বুঝতে পারেন নাই তাদের জন্য এই ভিডিও দেওয়া হলো অবশ্য ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পারবেন।



ই পোস্ট ভাল লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নতুন করে বলার প্রয়োজন হবে না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল

3 comments:

  1. nice one and nice tutorials
    https://bdjobsguide.blogspot.com/

    ReplyDelete
  2. আমি নগদ এপটি ডাওনলোকরতে পারছিনা।

    ReplyDelete
  3. আপনি অনেক সহজে বুঝিয়ে দিয়েছেন যে, কীবাবে সহজেই নগদ এ্যাকান্ট করা যায় মোবাইল হতে।

    নগদ এর নতুন এ্যাকান্ট করা সম্পর্কে অনেকেই জানে না।

    আপনার পেস্টটি হতে তারা শিখতে পারবে।

    ReplyDelete

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.