যে কোন Apps Ads Remove করুন + নিজের Ads বসিয়ে ইনকাম করুন( প্রথম পর্ব)

যে কোন Apps Ads Remove করুন + নিজের Ads বসিয়ে ইনকাম করুন( প্রথম পর্ব)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন ভালো থাকবেন না কেন BDTechAll.Com এর সাথে থাকলে সবাই ভাল থাকে এটা বাংলাদেশের টেকনোলজি বিষয়ে যারা কাজ করি এটা সবাই জানে।

আমরা অনেকেই অনেক ধরনের Apps use করে তাকে সেই Apps Ads এর জ্বালায় অনেক সময় Apps deleted করে দেই। আজকে আমি আপনাদেরকে যে সিস্টেম শেখাবো এই সিস্টেম অনুযায়ী কাজ করলে 70 থেকে 80% অ্যাপ এর এড রিমুভ করতে পারবেন।

এখন ভাবছেন 100% নয় কেন আপনার ভাবনা চিন্তা একদম রাইট কেন বা আমি 100% এড রিমুভ করতে পারব না এটা এজন্যে ওই সকল অ্যাপ এর মধ্যে এডমোব এড থাকে না আমরা সেই সকল Apps এর Ads Remove করতে পারব যেগুলোতে Admob Ads রয়েছে অন্য Company থাকলে Ads remove করতে পারব না।

তাহলে আপনি যদি সেই  company এর যে Ads Code গুলো রয়েছে সেই Ads এর fast অংশ জানেন তাহলে হয়তো remove করতে পারেন সেটা পরের কথা চলুন কিভাবে আপনি Ads Code Remove করবেন Admob এর প্রথমে আমি সেটা দেখাবো।


তবে যারা এই Apps এর Ads Code remove করে New Ads code বসাতে পাবেন অর্থাৎ আপনার Admob এর AdsCode এবং income করতে চাইবেন তাদের জন্য আলাদা একটি post দেব দ্বিতীয় পর্বে সেখান থেকে আপনারা প্রত্যেকটি Apps এর Admob Code remove করে আপনার Ads Code বসিয়ে Income করতে পারবেন।

Apps এর Ads code remove করতে হলে আমাদেরকে একটি Apps ব্যবহার করতে হবে আমি link দিয়ে দিচ্ছি Download অবশ্যই করে নেবেন

এই apps যদি play store অথবা Google থেকে Download করেন তাহলে কিন্তু Ads Code  remove করতে পারবেন না তাই এটাই ব্যবহার করতে হবে।

তাহলে দেরি কিসের প্রথমে Apps Download করে নিন Download link থেকে Download করুন />
Apps Download করা হয়ে গেলে open করুন


তারপর আপনাকে আর একটি Apps use করতে হবে এটি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন না চাইলে any apps use করতে পারেন অর্থাৎ আমরা যে  apps এর  add remove করবো সেটাই দেখাচ্ছি আপনার কাছে যদি তাকে এমন  apps যেগুলাতে Google ads রয়েছে সেটিও used  করতে পারেন  problem নেই যারা চাইবেন আমার সাথে কাজ করতে শেখার জন্য তারা এটা ব্যবহার করুন

এই Apps open করে দেখুন এখানে ওপরে ads রয়েছে আমরা এই Ads remove করব।
এখন আমরা uses করবো সেই appd যেটি fast Download করেছিলাম মানে ( Apk Editor pro) ই টি open করুন
যে কোন Apps Ads Remove করুন + নিজের Ads বসিয়ে ইনকাম করুন( প্রথম পর্ব)
তারপর Select Apk from app click here
এখন খুঁজে বের করুন সেই Apps যে অ্যাপস এর Ads remove আমরা করব click here.

এখন click করতে হবে সবার উপরে যে অপশন দেখতে পারছেন Full Edit (RESOURCE RE-BUILD)
এখন দেখুন new একটি page চলে এসেছি Decode all Files click here.
এখন দেখুন আপনার সামনে কত কিছু চলে এসেছেন Files এর মধ্যে click করুন তারপর দেখুন সার্চ বাটন রয়েছে এখানে সার্চ করুন ca-app-pub

সার্চ করার পর দেখুন এখানে Ads code গুলা চলে এসেছে এই Ads code এর ওপর ক্লিক করুন
তারপর আপনাকে খুঁজে বের করতে হবে Admob Ads গুলি যদি খুঁজে না পান তাহলে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করুন ca-app-pub

সার্চ করার পর পেয়ে গেছেন নিশ্চয়ই এগুলা deleted করুন ফেলুন sorry কেটে ফেললে কিন্তু apps seve  করতে পারবেন না তাই সংখ্যাগুলি পরিবর্তন করে দিন

অথবা আপনার Admob Ads গুলি এখানে বসিয়ে দিন পরের পর্বে আপনাদের জন্য ধামাকা নিয়ে আসব তাই আপনার Admob Ads গুলো এখানে বসান সবচাইতে ভালো হবে এতে আপনি এই apps থেকে income করতে পারবেন আপনার Admob ads দিয়ে।
Admob Ads বসানো হয়ে গেলে আমাদের কোড গুলো Save করতে হবে তার জন্য দেখুন সেইপ অপশন রয়েছে ক্লিক করুন
Save হয়ে গেলে back বাটনে ক্লিক করুন এই পেজে আসার পরে উপরের দিকে লক্ষ্য করুন BUILD  ক্লিক করুন
কাজ শেষ এখন শুধু এই apps ইন্সটল করতে হবে আপনার মোবাইলে তার জন্য রিমুভ বাটনে ক্লিক করুন এতে আপনার মোবাইলে থাকা অ্যাপ remove হয়ে যাবে অর্থাৎ আনইন্সটল হয়ে যাবে তারপর ইন্সটল হয়ে গেলে
ইনস্টল বাটনে ক্লিক করুন ইন্সটল হয়ে যাবে ইন্সটল হয়ে গেলে open করুন এবং দেখুন আপনার মোবাইলে আর নেই
এবার দেখুন অ্যাপ ওপেন করে কোন অ্যাপ নেই
তাহলে বন্ধুরা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আমাদের BDTechAll.Com সাইট এর সাথে থাকুন সর্বদা।

2 comments:

  1. Promoters are currently thinking of recently customized pop-ups anyway that can sidestep these blocker projects and still convey the ads to your screen, if you like it.
    mélybölcsős szállítás Europa-Road Kft.

    ReplyDelete

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.