ঐতিহাসিক চিলাউড়া গ্রামে অন্য বছরের তুলনায় অনেক ভালো ফসল হয়েছে


প্রতিবছর এই হাওরের নানান ধরনের শাকসবজি করা হয় এমনকি হাওড়ার মধ্যে প্রচুর পরিমানের ধান রোপন করা হয় এটি সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ছিল না গ্রামের মধ্যে অবস্থিত নলুয়ার হাওর এই হাওয়ার কে হাওরের রানী বলা হয় প্রতিবছর এখান থেকে সারা বাংলাদেশে ধান রপ্তানি করে অনেক টাকা উপার্জন করে এই এলাকার মানুষ অনেক সময় পানিতে ডুবে যায় এই হাওয়া এর ফলে গ্রামের অধিকাংশ মানুষ এই মহা সমস্যায় পড়ে যায় এই সমস্যা সমাধানের জন্য হাওরের চারপাশে রিং বাদ দেওয়া হয় ফলে গত বছর হাওরে পানি আসে না সকল কৃষকের মুখে হাসি উল্লাস

এই বছরের সকল কৃষকেরা ভালো ফসল এর আশায় ধান গাছ রোপন করেছে অন্য বছরের তুলনায় এই বৎসর এর দান গাছ রোপন ভালো হয়েছে হাওড়ার মধ্যে প্রতিবছর আসে নানা রঙ্গের
পাখি

যাকে আমরা অতিথি পাখি বলে চিনি না

2 comments:

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

Powered by Blogger.